দেশ চলছে কোন তালে
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১১ মার্চ, ২০১৩, ০৪:১১:৩২ বিকাল
কালেরকন্ঠ পত্রিকায় একটি খবর পড়ে, একদম থ হয়ে যাই। পত্রিকার শিরোনামা হয়েছে, গণজাগরণ মঞ্চের সমাবেশ চলছে অনুমতি ছাড়াই। ভেবেছেন কি? যে দেশে বিরোধি দল অনুমতি নিয়ে সমাবেশ করার পর ঠনকো অজুহাত দেখিয়ে, তাদের উপর পুলিশ গুলি করে, টিয়ার সেল নিক্ষেপ করে, লাঠি পেটা করে, সেখানে গনজাগরন মঞ্চ অনুমতি ছাড়াই সমাবেশের পর সমাবেকশ করছে! আর
স্মারকলিপি দিতে গিয়ে যা হলো : গত ২৫ ফেব্রুয়ারি মিরপুরের সমাবেশে আন্দোলনকারীরা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়। এ কারণে ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সাংবাদিকরা ভিড় করতে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে। পৌনে ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কার্যালয়ে ঢোকেন। এরপর তাঁর কক্ষে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। প্রতিনিধিদলটি কখন আসছে এ নিয়ে তখন সবার মাঝে ব্যস্ততা দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চারতলা থেকে লিফটে নিচে নেমে যান। যাওয়ার সময় সাংবাদিকদের তাঁরা জানান, পিলখানায় অনুষ্ঠানে যাচ্ছেন। স্মারকলিপি নিয়ে আন্দোলনকারীরা ৫টার পরে আসবেন। সে সময় সাংবাদিকদের অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণ পরই লিফটে ওপরে উঠে আসেন দুই মন্ত্রী। সাংবাদিকরা জানতে চাইলে তাঁরা জানান, আন্দোলনকারীরা এখনই স্মারকলিপি নিয়ে আসছেন। এরপর আবার শুরু হয় অপেক্ষা।বিকাল ৪টা ৫৫ মিনিটে একটি গাড়িতে করে মন্ত্রণালয়ে যায় প্রতিনিধিদলটি। ডা. ইমরান স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী স্মারকলিপি নিয়ে যাওয়া প্রতিনিধিদলকে অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, শাহবাগের আন্দোলনকারীরা যে দাবি করেছে তা যৌক্তিক। সে সময় তাঁর পাশে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ওইদিন গণজাগরণ মঞ্চের নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে 'প্রটোকল' পেয়েছেন তা এ দেশের অন্য কোনো দল বা সংগঠনের নেতারা এখন পর্যন্ত পাননি।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন